News

Title : বাংলাদেশ গভর্নমেন্ট-টেন্ডারারস ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত
Description :

সরকারি ক্রয়কারী সংস্থা ও বেসরকারি খাতের টেন্ডারারদের মধ্যে চুক্তির শর্তের আলোকে পেশাগত সম্পর্ক ‍উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ গভর্নমেন্ট-টেন্ডারারস ফোরাম (বিজিটিএফ) এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুস সাত্তার।

এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের সিনিয়র সিস্টেম এনালিস্ট মিস কাজী সাঈদা মমতাজ ও স্পেক্ট্রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচলক প্রকৌশলী জনাব খালিদ হোসেন কমিটির সহ-আহ্বায়ক এবং মাজহার এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মাজহারুল হক সদস্য সচিব মনোনীত হয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে আহ্বায়ক কমিটি।

বিজিটিএফ গঠনের মূল উদ্দেশ্য হলো- ক্রয় প্রক্রিয়ায় কোনও অস্পষ্টতা দেখা দিলে ক্রয়কারী ও টেন্ডারারাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তার সমাধান খোঁজার সুযোগ তৈরি করা এবং স্থানীয় পর্যায়ে ক্রয় সংক্রান্ত নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা।

গত ২৭ অক্টোবর, ২০১৯ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিজিটিএফের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমই) বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এই সভার আয়োজন করে। সভা আয়োজনে এবং বিজিটিএফের আহ্বায়ক কমিটি গঠনে সহযোগিতা করে পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)।

অতিরিক্ত সচিব ও সিপিটিইউ এর মহাপরিচালক জনাব মো. আলী নূর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিটিইউ এর পরিচালক জনাব শীষ হায়দার চৌধুরী। সিপিটিইউ এর সিনিয়র কমিউনিকেশনস কনসালটেন্ট জনাব শফিউল আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডিআইএমপিপিপির প্রধান প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক জনাব মোস্তা গাউসুল হক। বিসিসিপির সিনিয়র ডিরেক্টর মিস খাদিজা বিলকিস বিজিটিএফের বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সিপিটিইউ এর মহাপরিচালক জনাব মো. আলী নূর বলেন, যখন কোন ক্রয়কারী প্রতিষ্ঠান কোন টেন্ডারারের সঙ্গে ক্রয়চুক্তি স্বাক্ষর করেন তখন সেই টেন্ডারার সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নের অংশ হয়ে যান। দুই পক্ষের উদ্দেশ্য থাকে সঠিক মানে, গুণে ও সময়ে কাজটি সম্পন্ন করে জনগণের জীবনমান উন্নত করা। সে কারণেই সরকারি ক্রয় বাস্তবায়নে ক্রয়কারী ও টেন্ডারার উভয়েই সমান গুরুত্বপূর্ণ।

সারাদেশে গঠিত ৬৪টি গভর্নমেন্ট-টেন্ডারারস ফোরাম (জিটিএফ) এর কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিজিটিএফ টেন্ডারার ও সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠানের মধ্যে আলোচনার সুযোগ তৈরি করে ক্রয় চুক্তির সুষ্ঠু বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

 

তিনি জানান, প্রায় ৬৫ হাজার টেন্ডারার এখন ই-জিপিতে নিবন্ধিত। ই-জিপির মাধ্যমে সরকার ২০১২ থেকে ২০১৯ সময়ে ৬০০ মিলিয়ন ডলার সাশ্রয় করেছে। ই-জিপিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করা হয়েছে। শিগগিরিই এটি চালু করা সম্ভব হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমপিপিপি) এর আওতায় জেলা পর্যায়ে গঠিত জিটিএফ সমূহকে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে বিজিটিএফের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Publication Date : 28/10/2019