News
Title | : | জিটিএফ খুলনা: ই-জিপি সিস্টেম আরও সহজীকরণ ও পেমেন্ট নিয়ে আলোচনা |
---|---|---|
Description | : | ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে খুলনায় অনুষ্ঠিত গভর্নমেন্ট এন্ড টেন্ডারার ফোরাম (জিটিএফ) এর বিভাগীয় কর্মশালায় সরকারি ক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান ও টেন্ডারারগণ ই-জিপি সিস্টেম আরও সহজীকরণের বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন। খুলনা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত ওই বিভাগীয় কর্মশালায় খুলনার বিভিন্ন ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় টেন্ডারারগণ, মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন। সিপিটিইউ কর্তৃক আয়োজিত কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা করেছে বিসিসিপি। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ, এনডিসি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত সচিব ও সিপিটিইউ’র মহাপরিচালক জনাব মোঃ আলী নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা ডিডি এলজি ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার। সিপিটিইউ’র পরিচালক জনাব শীষ হায়দার চৌধুরীও উপস্থিত ছিলেন। আইএমই বিভাগের সচিব জিটিএফ টেকসই করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তিনি প্রতি তিন মাসে অন্তত একবার জিটিএফ-এর সভা আয়োজনের আহবান জানিয়ে সংক্ষিপ্তাকারে সভার একটি কার্যবিবরণী সিপিটিইউতে পাঠানোর কথা বলেছেন। সিপিটিইউ’র মহাপরিচালক বলেছেন জনগণের অর্থে সরকারি ক্রয় করা হয়। সুতরাং এ অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের জন্য সকলকে কাজ করতে হবে। যে সব বিষয় এখানে আলোচনা হয়েছে তার বেশীর ভাগই জিটিএফ সভায় হতে পারে। যে সব বিষয় সমাধা করা সম্ভব নয় তা সিপিটিইউ বিবেচনা করবে। সভায় ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বলেন, “সীমিত দরপত্র পদ্ধতিতে ই-জিপি সিস্টেমে একটি টেন্ডারের বিপরীতে আমরা অনেক প্রতিযোগী পাই। বিজয়ী টেন্ডারার ছাড়া বাকীদের দরপত্র জামানত ফেরত দিতে আমাদের আনেক সময় লাগে। প্রত্যেকটির জন্য আলাদা এন্ট্রি দিতে হয়। এর একটি সমাধান প্রয়োজন”। ক্রয়কারী ও টেন্ডারার উভয়েই জানিয়েছেন যে খুলনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ই-জিপি সেবা পাওয়া যায় না। আইএমই বিভাগের সচিব বিষয়গুলো দেখার আশ্বাস দিয়েছেন। টেন্ডারারগন অভিযোগ করেছেন যারা বড় টেন্ডারার তারা ই-জিপির আওতায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বেশীরভাগ কাজ পেয়ে যাচ্ছেন। ফলে নতুন ও ছোট টেন্ডারারগণ সমস্যা মোকাবেলা করছেন। তারা ই-জিপি সিস্টেমের আওতায় পেমেন্ট করার পর অর্থাৎ দরপত্র জামানত ও কার্যসম্পাদন জামানত ফেরত পাওয়ার ক্ষেত্রে আরও সহজীকরণ দাবী করে বলেন My Tender এ NOAর Folder করা যেতে পারে এবং View Unlock File ব্যবহার বান্ধব করা দরকার। সিপিটিইউ’র সিনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট মো. শফিউল আলমের সঞ্চালনায় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বিসিসিপি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মিস খাদিজা বিলকিস। জিটিএফ-এর লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও বিজিটিএফ গঠনের প্রয়োজনীয়তা এতে তুলে ধরা হয়েছে।
|
Publication Date | : | 17/09/2019 |