News
Title | : | ইএসসিবিতে সরকারি ক্রয়ে প্রশিক্ষণ চলছে |
---|---|---|
Description | : | সরকারি ক্রয়ের সংগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতাবৃদ্ধির জন্যে ডাইমেপ প্রকল্পের আওতায় তিন সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ চলছে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ- এর গজারিয়া ক্যাম্পাসে। অন্যদিকে ইএসসিবি রমনা, ঢাকা ক্যাম্পাসে চলছে তিন সপ্তাহব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ। ২০২২ এর জুন পর্যন্ত বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণসহ তিন সপ্তাহের ১০০টি আবাসিক কোর্স ও ২০টি অনাবাসিক কোর্স পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। সিপিটিইউ ডাইম্যাপ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় ৬০৬০ জনকে সরকারি ক্রয় বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে বেসরকারি সেক্টরের জন্যও স্বল্পমেয়াদী কোর্স অর্ন্তভূক্ত রয়েছে। সাংবাদিকদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ইএসসিবি গজারিয়া ক্যাম্পাসে ১৬তম তিন সপ্তাহের আবাসিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরন করেন অতিরিক্ত সচিব ও সিপিটিইউ’র মহাপরিচালক জনাব মোঃ আলী নূর। বিভিন্ন ক্রয়কারি প্রতিষ্ঠানের মোট ২৭ জন কর্মকর্তা ১৬ তম কোর্সে অংশ গ্রহন করেন। সিপিটিইউ’র পক্ষে আইটিসিআইএলও এবং ইএসসিবি এ প্রশিক্ষণের কর্যক্রম বাস্তবায়ন করছে।
|
Publication Date | : | 09/09/2019 |