News

Title : সরকারি ক্রয়ে পেশাদারিত্ব বৃদ্ধির উদ্যোগ
Description :

সরকারি ক্রয়ে দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব সৃষ্টির জন্য সিপিটিইউ কাজ করছে। এ পর্যন্ত ১৫৩ জন সরকারি কর্মকর্তা সিপিটিইউ'র ব্যবস্হাপনায় MCIPS, ২৫ জন ITCILO Turin University, Italy থেকে সরকারি ক্রয়ে স্নাতকোত্তর ডিগ্রী,১৩৪ জন BRAC University থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করছেন।

এ ধরণের পেশাদারিত্ব আরও বৃদ্ধি করার বিষয় নিয়ে ১ আগস্ট ২০১৯ সিপিটিইউ'র এক সভায় সভাপতিত্ব করেছেন অতিরিক্ত সচিব ও সিপিটিইউ'র মহাপরিচালক জনাব মো. আলী নূর।

Publication Date : 01/08/2019