News

Title : সরকারি ক্রয় বিষয়ে প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধির তাগিদ
Description :

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ, এনডিসি, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য সরকারি ক্রয় বিষয়ে প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন। তিনি বলেন সরকারি ক্রয় বিষয়ে তাদের জন্য ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা প্রয়োজন।

জাতীয় ক্রয় প্রশিক্ষকদের জন্য চারদিনের এক প্রশিক্ষণের সমাপনী বক্তৃতায় ৭ জুলাই ২০১৯ তারিখে তিনি এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। প্রশিক্ষকদের জন্য এই প্রশিক্ষণে ২০ জন জাতীয় ক্রয় প্রশিক্ষক অংশ গ্রহণ করেছেন।

সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এবং সিপিটিইউ-এর পরামর্শক প্রতিষ্ঠান আইটিসি আইএলও এ প্রশিক্ষণের আয়োজন করেছে। সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডাইমেপ প্রকল্পের আওতায় সরকারি ক্রয়ে সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব সৃষ্টির কাজে আইটিসি আইএলও পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে  নিযুক্ত হয়েছে।

প্রকল্পের আওতায় প্রায় ৮ হাজার ক্রয়কারী কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হবে। দেশে বর্তমানে ৫৯ জন জাতীয় সরকারি ক্রয় প্রশিক্ষক রয়েছেন। তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের আধুনিক কলাকৌশল সম্পর্কে ধারণা প্রদানের জন্য চারদিনের ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিটিইউ-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আলী নূর এবং আইটিসি আইএলও এর  প্রোগ্রাম পরিচালক এন্ড্রেজ ক্লেমার।

আইটিসি আইএলও এর  দলনেতা রির্চাড লরেঞ্জ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সিপিটিইউ এর পরিচালক (প্রশিক্ষণ ও সমন্বয়) জনাব শীষ হায়দার চৌধুরী সমাপনী পর্বে ধন্যবাদজ্ঞাপন করে বক্তব্য রাখেন।

সিপিটিইউ-এর মহাপরিচালক বলেন, “সরকারি ক্রয় প্রশিক্ষকদের জন্য আমরা আরও ওরিয়েন্টেশনের ব্যবস্থা করব”। তিনি আশা প্রকাশ করেন চারদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে তারা উপকৃত হয়েছে। প্রশিক্ষকদের মধ্যে সোহেলুর রহমান চৌধুরী এবং সোনিয়া নওরীন বক্তব্য রাখেন।

সচিব আরো বলেন এ অর্থবছরে এডিপি প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার। জাতীয় বাজেট প্রায় ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। এডিপি’র প্রায় শতকরা ৭৫ ভাগ ব্যয় হয় সরকারি ক্রয়ে। সে হিসেবে বছরে সরকারি ক্রয়ে ব্যয় দাঁড়াবে প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এডিপিতে প্রকল্পের সংখ্যা ১৯৬৫ টি। সুতরাং সরকারি ক্রয়ের আকার ও গুরুত্ব প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। তাই প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Publication Date : 08/07/2019