News

Title : সরকারি ক্রয় বিষয়ক ৪ দিনের টিওটি শুরু হয়েছে
Description :

সরকারি ক্রয় প্রশিক্ষকদের জন্য ৪ দিনের একটি  ট্রেইনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্স ২ জুলাই ২০১৯ মঙ্গলবার ঢাকার সিক্স সিজন হোটেলে শুরু হয়েছে। ৭ জুলাই ২০১৯ টিওটি শেষ হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর পক্ষে আইটিসি আইএলও  এ টিওটি আয়োজন করেছে।

সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডাইমেপ প্রকল্পের আওতায় নিযুক্ত পরামর্শক আইটিসি আইএলও টিওটি কোর্স ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করছে।

সিপিটিইউ-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আলী নূর প্রধান অতিথি হিসেবে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আইটিসি আইএলও টিম লিডার রিচার্ড লরেঞ্জ, ফ্যাসিলিটেটর মিজ ফেডেরিকা মিলানো এবং সিপিটিইউ পরিচালক শীষ হায়দার চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, “প্রশিক্ষকগণ যেহেতু বিভিন্ন পর্যায়ে ও সময়ে সরকারি ক্রয়কারী কর্মকর্তাদের প্রশিক্ষন দেন তাই প্রশিক্ষণের আধুনিক পদ্ধতি, কলাকৌশল ও নতুন নতুন বিষয় সম্পর্কে তাদের অবহিত হওয়া জরুরী। সে উদ্দেশ্যেই এ টিওটি আয়োজন করা হয়েছে।”

বাংলাদেশে বর্তমানে সরকারি ক্রয় প্রশিক্ষকের সংখ্যা ৫৯ জন। এর মধ্যে ২০ জন এ টিওটি তে অংশগ্রহণ করেছেন। পরবর্তী পর্যায়ে বাকী প্রশিক্ষকদেরও এর আওতায় আনা হবে।

Publication Date : 02/07/2019