News

Title : পরিকল্পনা মন্ত্রী’র সিপিটিইউ পরিদর্শন
Description : নবনিযুক্ত মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি ১৪ জানুয়ারি ২০১৯ তারিখে সিপিটিইউ পরিদর্শন করেছেন। পরিকল্পনা মন্ত্রী হিসেবে সিপিটিইউতে এটি তাঁর প্রথম পরিদর্শন। এ সময় সিপিটিইউতে অনুষ্ঠিত একটি শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। আইএমই বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, এনডিসি, সিপিটিইউর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব ফারুক হোসেন এবং আইএমই বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আইএমই বিভাগের ভারপ্রাপ্ত সচিব বিভাগের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেছেন। মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে ২/৩ মাস অন্তর এ ধরনের সভা আয়োজনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তিনি বিভিন্ন প্রকল্পের তথ্যের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড তৈরির তাগিদ দিয়েছেন। এ ছাড়া অফিসের নির্ধারিত সময়েই  প্রয়োজনীয় কাজ সম্পাদনের কথা বলেছেন।

সিপিটিইউর মহাপরিচালক সংক্ষেপে ই-জিপির সুফল নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডাইমেপ প্রকল্পের বিভিন্ন দিকও তিনি আলোচনায় তুলে ধরেছেন।

Publication Date : 16/01/2019