News

Title : নতুন পিপিআর, ২০২৫ সম্পর্কে জানতে কর্মশালায় ব্যাপক উপস্থিতি
Description :

গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে নতুন পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০২৫ সম্পর্কে জানতে উৎসাহী বিপুলসংখ্যক কর্মকর্তা সমবেত হন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় আনা ব্যাপক সংস্কার সম্পর্কে জানার প্রবল আগ্রহেই কর্মকর্তাদের এ অংশগ্রহণ ঘটেছে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাদের পিপিআর ২০২৫-এর প্রধান পরিবর্তন ও নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা।

ঢাকাস্থ কর্মকর্তাদের সরাসরি উপস্থিত হতে বলা হয় এবং ঢাকার বাইরের কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।প্রায় ৪০০ কর্মকর্তা সরাসরি এবং আরও ৫০০ জন অনলাইনে যুক্ত হন। কর্মশালায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো. নজরুল ইসলাম। রাজউক-এর চেয়ারম্যান প্রকৌশলী জনাব মো. রিয়াজুল ইসলাম কর্মশালায় উপস্থিত ছিলেন।

নতুন পিপিআর, ২০২৫ প্রণয়নের পুরো প্রক্রিয়াটির নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় তিনি নতুন বিধিমালার প্রধান দিকগুলো এবং এর প্রয়োগের প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।

উল্লেখ্য, সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর সঙ্গে সংগতি রেখে প্রণীত নতুন পিপিআর, ২০২৫ এবং আইন গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যুগপৎ কার্যকর হয়েছে। এটি বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার সংস্কার যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

পিপিআর, ২০২৫-এ মোট ১৫৪টি বিধি ও ২১ টি তফশিল অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন ও বিধিতে আনা প্রধান পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে:

  • অভ্যন্তরীণ কার্য ক্রয়ে বিদ্যমান ১০% (plus-minus) মূল্যসীমা বাতিল;
  • সব ধরনের সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক;
  • চুক্তি প্রাপ্তির ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী (beneficial ownership) প্রকাশ বাধ্যতামূলক;
  • টেকসই সরকারি ক্রয় আনুষ্ঠানিকভাবে প্রবর্তন;
  • প্রতিটি প্রকিউরমেন্টে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের বাধ্যবাধকতা;
  • ভৌত সেবা কে স্বতন্ত্র প্রকিউরমেন্ট ক্যাটাগরি হিসেবে স্বীকৃতি প্রদান;
  • ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ও negotiations-এর ক্ষেত্র সম্প্রসারণ;
  • একটি ডিবারমেন্ট বোর্ড প্রতিষ্ঠা;
  • সম্পদ নিষ্পত্তি  সংক্রান্ত সুস্পষ্ট বিধান;

প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ এবং বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) ও জাতীয় প্রকিউরমেন্ট প্রশিক্ষক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম ও ই-জিপি ইওএম টিম লিডার জনাব নাজমুল ইসলাম ভুঁইয়া অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পিপিআর ২০২৫-এর কারিগরি দিকগুলো ব্যাখ্যা করেন।

জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম নতুন বিধিমালা প্রণয়নের পুরো প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে কাজ করেছেন। তিনি ক্রয়কারী সংস্থা ও দরদাতাদের জন্য নতুন বিধিমালার বাস্তব প্রয়োগগত তাৎপর্য তুলে ধরেন।

Publication Date : 08/10/2025