News
Title | : | আইএমইডি-এর নতুন সচিবের বিপিপিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক |
---|---|---|
Description | : | পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নবনিযুক্ত সচিব জনাব সিরাজুন নূর চৌধুরী ১৩ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জনাব চৌধুরী ১২ অক্টোবর ২০২৫ তারিখে আইএমইডির সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে একই দিন দায়িত্ব গ্রহণ করেন। বিপিপিএ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদায়ী আইএমইডি সচিব ও নবনিযুক্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামাল উদ্দিন। পরিচিতি পর্ব শেষে বিপিপিএ-এর কার্যক্রম, ভূমিকা ও চলমান কর্মকাণ্ড সম্পর্কে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে বিপিপিএ-এর কয়েকটি অগ্রাধিকারমূলক কাজের দিক তুলে ধরা হয়, যেমন—
বৈঠকে জনাব মো. কামাল উদ্দিন বিপিপিএ-কে একটি ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আইএমইডি ও বিপিপিএ আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। আইএমইডি-এর নতুন সচিব জনাব সিরাজুন নূর চৌধুরী, যিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা, জানান যে তিনি পূর্বে অর্থ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) কর্মরত অবস্থায় সামষ্টিক অর্থনীতি ও বাজেট বিষয়ক কাজের অভিজ্ঞতা তাকে আইএমইডি ও বিপিপিএ-উভয় প্রতিষ্ঠানের কার্যাবলির সঙ্গে নিবিড়ভাবে পরিচিত করেছে। জনাব চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, “সমন্বিতভাবে কাজের মাধ্যমে আমরা আইএমইডি ও বিপিপিএকে আরও এগিয়ে নিতে পারব।” |
Publication Date | : | 13/10/2025 |