News

Title : ব্যাংক কর্মকর্তাদের জন্য ই-জিপি প্রশিক্ষণ শুরু করেছে বিপিপিএ
Description :

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বিভিন্ন নিবন্ধিত ব্যাংকের কর্মকর্তাদের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক প্রশিক্ষণ শুরু করেছে। এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন ক্যাম্পাসে অবস্থিত বিপিপিএ ভবনের ই-জিপি প্রশিক্ষণ ল্যাবে।

প্রথম ব্যাচের ১৫ জন কর্মকর্তা ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ প্রশিক্ষণে অংশ নেন। এর আগে ১০ আগস্ট ২০২৫ থেকে দরদাতা এবং ক্রয়কারী সংস্থার (পিই) ব্যবহারকারীদের প্রশিক্ষণ তিনটি পৃথক ভেন্যুতে চলমান রয়েছে, যা পরিচালনা করছে বিপিপিএ-নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান দোহাটেক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ই-জিপি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ তারা সারাদেশে দরদাতাদের জন্য পেমেন্ট সেবা প্রদান করে থাকে। বর্তমানে মোট ৫২টি ব্যাংক ই-জিপি প্ল্যাটফর্মে নিবন্ধিত রয়েছে। এই ব্যাংকগুলোর মাধ্যমে দরদাতারা দরপত্র দলিল ক্রয়, ফি প্রদান, দরপত্র ও কার্যসম্পাদন জামানত জমা দেন।

ব্যাংক গুলোর শাখায় ই-জিপি সেবা প্রদানের জন্য একজন ‘মেকার’ এবং একজন ‘চেকার’ দায়িত্বপ্রাপ্ত থাকেন, যাতে লেনদেন নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন হয়। ব্যাংক কর্মকর্তা, পিই এডমিন এবং নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিপিপিএ-এর প্রশিক্ষণ ল্যাবে চলবে। একই সময়ে দোহাটেকের তিনটি ভেন্যুতেও অন্যান্য অংশীজনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

প্রথম ব্যাচের ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন বিপিপিএ-এর পরিচালক জনাব মুহাম্মদ মুতাসিমুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি দরদাতাদের জন্য দ্রুত ও দক্ষ সেবা প্রদানের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “দরদাতারা সব সময় সময় স্বল্পতার মধ্যে দরপত্র জমা দেন। এ সময় ব্যাংক সেবায় সামান্য বিলম্বও তাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমি সকল ব্যাংককে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের আহ্বান জানাই।”

তিনি আরও উল্লেখ করেন, কিছু ব্যাংক দরপত্র দলিল ক্রয়ের ফি সময়মতো বিপিপিএ-এর হিসাবে জমা না দেওয়ায় সমস্যা তৈরি হয়, যা অবশ্যই এড়াতে হবে। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা প্রশিক্ষণ চলাকালে যেকোনো প্রাসঙ্গিক প্রশ্ন নির্দ্বিধায় করতে পারেন। এ প্রশিক্ষণ আপনাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ই-জিপি সিস্টেমে ব্যাংকের ভূমিকা আরও শক্তিশালী করার সুযোগ করে দিচ্ছে।”

 

Publication Date : 24/09/2025