News

Title : প্রকিউরমেন্টে মেরিট পয়েন্ট ক্রাইটেরিয়া নিয়ে বিপিপিএ-এর সঙ্গে এডিবি-এর আলোচনা
Description :

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর ঢাকা কার্যালয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল ১৭ আগস্ট ২০২৫ তারিখে ক্রয় কার্যক্রমে এডিবি -এর ব্যবহৃত মেরিট পয়েন্ট ক্রাইটেরিয়া (Merit Point Criteria - MPC) নিয়ে বিপিপিএ-এর সঙ্গে আলোচনা করেছে।

এডিবি -এর  এ ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন বিএপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব জনাব এস. এম. মঈন উদ্দীন আহমেদ। ব্রিফিং সেশনে বিএপিপিএ-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন, যেখানে মূলত এডিবি -অর্থায়িত প্রকল্পসমূহে MPC-এর প্রয়োগ এর সুফল নিয়ে আলোচনা করা হয়।

মেরিট পয়েন্ট ক্রাইটেরিয়া একটি টেন্ডার মূল্যায়ন পদ্ধতি, যা এডিবি গুরুত্বপূর্ণ কিছু খাতে মূল্যায়নের জন্য ব্যবহার করে। এই পদ্ধতিতে শুধু সর্বনিম্ন দরকে প্রাধান্য না দিয়ে, প্রযুক্তিগত দক্ষতা, প্রাসঙ্গিক অভিজ্ঞতা, এবং প্রস্তাবের গুণগতমানসহ একাধিক গুণগত পরিমাণগত বিষয় বিবেচনা করা হয়, যাতে প্রকল্পের জন্য সর্বোচ্চ মূল্যবান প্রস্তাব নির্বাচন নিশ্চিত করা যায়।

MPC মূলত এডিবি -এর Standard Bidding Documents for the Procurement of Works এর সাথে সামঞ্জস্য রেখে প্রয়োগ করা হয়, বিশেষ করে এডিবির ঋণ বা অনুদানে অর্থায়িত প্রকল্পগুলোতে। এর ফলে নির্বাচিত দরপত্রগুলো শুধু ব্যয়-সাশ্রয়ীই নয়, বরং প্রকল্পের উন্নয়নমূলক লক্ষ্যগুলোর সাথেও সামঞ্জস্যপূর্ণ হয়। 

এডিবি -এর সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মিস লিলা ডি. ম্যালোরি এবং প্রিন্সিপাল প্রকিউরমেন্ট অফিসার মোহাম্মদ জুলিয়ামিনাইন MPC সম্পর্কে কথা বলেন।

Publication Date : 18/08/2025