News
Title | : | এস. এম. মঈন উদ্দীন আহমেদ বিপিপিএ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা |
---|---|---|
Description | : | সরকারের অতিরিক্ত সচিব এস. এম. মঈন উদ্দীন আহমেদ ২৯ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে মহাব্যবস্থাপক, শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে উপসচিব এবং ভূমি আপিল বোর্ডে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থ বিভাগের Strengthening Public Financial Management Program to Enable Service Delivery (SPFMS) প্রকল্পে প্রোগ্রাম এক্সিকিউটিভ ও কোঅর্ডিনেটর হিসেবে দুই বছর লিয়েনে কর্মরত ছিলেন। এর আগে, ৪ জুন ২০১৭ থেকে ১৩ অক্টোবর ২০১৯ পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন Public Expenditure Management Strengthening Program (PEMSP) -এ অতিরিক্ত প্রোগ্রাম পরিচালক (উপসচিব) হিসেবে প্রেষণে ছিলেন। তিনি ২০০৭ সালের নভেম্বর থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত অর্থ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে সরকারি আর্থিক ব্যবস্থাপনা (PFM) সংস্কার কার্যক্রমে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এ সময় তিনি সকল পে পয়েন্টে iBAS++ বাস্তবায়নে অবদান রাখেন। তিনি নতুন বাজেট ও হিসাব শ্রেণীবিন্যাস ব্যবস্থা (BACS) প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি SAE, CGDF, রেলওয়ে ও ডাক বিভাগে iBAS++ বাস্তবায়নে কাজ করেন। তিনি পেনশন ব্যবস্থার ডিজিটাইজেশন এবং মন্ত্রণালয়, সংস্থা, বিভাগ ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের EFT-এর মাধ্যমে অনলাইনে বেতন প্রদান প্রক্রিয়া চালুর কাজেও যুক্ত ছিলেন। জাতীয় সঞ্চয়পত্র স্বয়ংক্রিয়করণে তিনি কাজ করেছেন। ১৯৯৩ সালে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার এবং ঢাকা মহানগর হাকিম হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, সিঙ্গাপুর, জাপান, সৌদি আরব, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আলজেরিয়া ও জার্মানি ভ্রমণ করেছেন। নাটোর জেলার সন্তান মঈন উদ্দীন আহমেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (১৯৯০), খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (২০০৬), নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে গভর্নেন্স স্টাডিজে মাস্টার্স (২০১০), জাপানের GRIPS থেকে ম্যাক্রোইকোনমিক পলিসি প্রোগ্রামে মাস্টার অব পাবলিক পলিসি (২০১৩), এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট (MPSM) (২০২৪) ডিগ্রি অর্জন করেন। তাঁর সহধর্মিণী সাইফা সুলতানা একজন সহযোগী অধ্যাপক এবং তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে।
|
Publication Date | : | 01/07/2025 |