News
Title | : | নাগরিকদের সরকারি ক্রয় সংক্রান্ত তথ্য জানার অধিকার আছে: পরিকল্পনা মন্ত্রী |
---|---|---|
Description | : | দেশের নাগরিকদের সরকারি কার্যক্রমের তথ্য জানার অধিকার রয়েছে। সরকারও চায় নাগরিকরা যেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য জানতে পারে। তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হলো সরকারি কার্যক্রম ও সরকারি ক্রয়সহ বিভিন্ন তথ্য নাগরিকদের কাছে প্রকাশ করা। পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি ০৭ অক্টোবর ২০২১ তারিখে সরকারি ক্রয় সংক্রান্ত পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটির (পিপিএসসি) ১৪ তম সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক আয়োজিত এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি’র সহায়তায় সভাটি ঢাকায়, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আইএমইডি-র সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সভায় সভাপতিত্ব করেন। সিপিটিইউ-র মহাপরিচালক এবং পিপিএসসির সদস্য-সচিব জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী সরকারি ক্রয়ের পটভূমি, সিপিটিইউ’র কার্যক্রম, সাফল্য, পেশাদারীত্ব, ইলেকট্রনিক সরকারী ক্রয় (ই-জিপি) এবং সরকারি ক্রয়ে এসডিজি সম্পর্কে একটি উপস্থাপনা তুলে ধরেন। বিআইজিডি’র ডঃ মির্জা হাসান দেশের ৪৮টি উপজেলায় সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ, তার ফলাফল এবং অর্জনের বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। সিপিটিইউ -র পরিচালক ও যুগ্ম সচিব মাসুদ আকতার খান সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আইএমইডি’র সচিব বলেন, “আমরা চাই নাগরিকরা সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে তাদের মতামত প্রদান করুক। এছাড়াও, আমরা নাগরিকদের সম্পৃক্ততা সম্পর্কে আপনাদের পরামর্শ এবং মন্তব্য চাই যাতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেসকল পরামর্শ বিবেচনার জন্য সুপারিশ আকারে পেশ করতে পারি। ” পরিকল্পনা বিভাগের সচিব জনাব মোহাম্মদ জয়নুল বারী এবং আইন ও সংসদ বিষয়ক বিভাগের সচিব জনাব মোঃ মইনুল কবিরও অনুষ্ঠানে ক্রয় সংক্রান্ত বিষয়ে কিছু পরামর্শ দেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এফবিসিসিআই, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ডেভেলপমেন্ট জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ, এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং কম্পট্রোলার ও অডিটর জেনারেলের প্রতিনিধিবৃন্দ মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন। আইএমইডি’র সচিব এবং সিপিটিইউ’র মহাপরিচালক সভায় পিপিএসসি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। |
Publication Date | : | 10/10/2021 |