News
Title | : | ই-জিপি সিস্টেমের থার্ড পার্টি আইটি অডিট বিষয়ে চুক্তি |
---|---|---|
Description | : | সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এবং প্রাইস ওয়াটার হাউস কুপারস প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৮ মার্চ ২০২১ তারিখে সিপিটিইউর সম্মেলন কক্ষে ‘ইনডিপেনডেন্ট থার্ড পার্টি আইটি অডিট ফর বাংলাদেশ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম’ শীর্ষক চুক্তিটি স্বাক্ষরিত হয়। সিপিটিইউ মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী এবং পিডব্লিউসি, বাংলাদেশ এর ম্যানেজিং পার্টনার জনাব মামুন রশীদ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মেয়াদ আট মাস। ই-জিপি সিস্টেমের ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও সুশাসন প্রক্রিয়ায় বেশ কিছু বিষয় যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে কিনা- তা থার্ড পার্টি আইটি অডিটের মাধ্যমে খতিয়ে দেখা হবে। বিষয়গুলো হচ্ছে- (১) ক্রয় সংক্রান্ত লেনদেনের ডাটার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা হচ্ছে কিনা, (২) সকল মৌলিক উপাদান; ডিভাইস ও কমিউনিকেশন্স নেটওয়ার্কে ট্রানজেকশন, অ্যাপলিকেশন্স, ডাটা সেন্টারের কার্যক্রম মূল্যায়ন করে ই-জিপি সিস্টেমের মান ও অখন্ডতা সঠিক ও পূর্ণাঙ্গ কিনা তা দেখা, (৩) সংশ্লিষ্ট জনবল, প্রক্রিয়া ও প্রযুক্তি সাইবার হামলা প্রতিরোধে সক্ষম কিনা তা খতিয়ে দেখা। ২০১১ সালে পরীক্ষামূলক কাজ শেষ করার পর ২০১২ সালে সরকারি ক্রয়ে ডিজিটাইজিং বাস্তবায়ন করা শুরু করেছে সিপিটিইউ। |
Publication Date | : | 08/03/2021 |