News
Title | : | দিনাজপুর ও খুলনায় বিপিপিএ’র কর্মশালা: ক্রয় বাতায়নে আছে সব জেলার সরকারি ক্রয়ের তথ্য |
---|---|---|
Description | : | 'সরকারি ক্রয় বাতায়ন' থেকে সরকারি ক্রয়ের বিভিন্ন তথ্য জানতে পারছেন নাগরিকরা। শুধু জাতীয় পর্যায়ের নয়, দেশের সব জেলার সরকারি ক্রয়ের তথ্যই রয়েছে সরকারি ক্রয় বাতায়নে। কোন জেলায় কী কী উন্নয়ন কাজ হচ্ছে, কত টাকার ক্রয় চুক্তি হয়েছে, কোন প্রতিষ্ঠান কাজ করছে, সরকারি ক্রয়ের প্রধান সূচকগুলোর (কেপিআই) অবস্থা কী ইত্যাদি নানা তথ্য দেখার সুযোগ রয়েছে এতে। সিটিজেন পোর্টালটি নিয়মিত দেখার মাধ্যমে সরকারি ক্রয় পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারেন স্থানীয়রা। এতে সরকারি ক্রয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানো সম্ভব হবে। দিনাজপুর ও খুলনায় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত 'সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা' শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে দিনাজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে খুলনা সার্কিট হাউস কনফারেন্স হলে কর্মশালা দু’টি অনুষ্ঠিত হয়। সরকারি ক্রয় বাতায়ন তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত বিপিপিএ’র পরামর্শক প্রতিষ্ঠান ডিনেটের ব্যবস্হাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনাজপুরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: শোহেলের রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আইএমইডি সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। খুলনার কর্মশালায় সভাপতিত্ব করেন বিপিপিএর পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোঃ আকনুর রহমান পিএইচডি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ ও খুলনার জেলা প্রশাসক জনাব খন্দকার ইয়াসির আরেফীন। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট (ডাইম্যাপ) প্রকল্পের আওতায় এসব কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠানের (পিই) কর্মকর্তা, দরপত্রদাতা, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা ও সরকারি ক্রয় বাতায়ন বিষয়ে উপস্থাপনা দেন ডিনেটের ডাটা এনালিটিকস এক্সপার্ট জনাব আন্দালীব বিন হক। উপস্থিত ছিলেন ডিনেটের নির্বাহী পরিচালক ও টিম লিড জনাব এম শাহাদাৎ হোসেন। কর্মশালায় বলা হয়, সরকারের লক্ষ্য অর্জনে প্রতিবছর উন্নয়ন বাজেটে বরাদ্দ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সরকারি ক্রয়ে ব্যয়ের পরিমাণ। বর্তমানে জাতীয় বাজেটের প্রায় ৪০ শতাংশ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৮০ শতাংশই ব্যয় হচ্ছে সরকারি ক্রয়ে। বড় অঙ্কের এই ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। নাগরিক সম্পৃক্ততা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । নাগরিকদের এ সম্পর্কিত তথ্য জানার সুবিধার্থে ‘সরকারি ক্রয় বাতায়ন’ নামে সিটিজেন পোর্টাল চালু করেছে বিপিপিএ (পূর্বতন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট-সিপিটিইউ)। আইএমইডির সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, বর্তমানে সারাদেশে এডিপির আওতায় প্রায় ১৪০০ প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের প্রায় ৮০ শতাংই ব্যয় হয় সরকারি ক্রয়ে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়াতে পারলে অনিয়ম আর থাকবে না। এজন্য নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নাগরিকদের তথ্য জানাতে 'সরকারি ক্রয় বাতায়ন' চালু করা হয়েছে। এটি এখন সরকারি ক্রয় সংক্রান্ত তথ্য পাওয়ার অন্যতম একটি উৎস। দিনাজপুরের কর্মশালায় বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: শোহেলের রহমান চৌধুরী বলেন, নাগরিকদের করের টাকায় ও তাদের জন্যই সরকারি ক্রয়। এই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে- তা জানার অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের। গোপনীয় ও স্পর্শকতার কিছু তথ্য ছাড়া ধীরে ধীরে সরকারি ক্রয়ের সব তথ্যই সরকারি ক্রয় বাতায়নে দেওয়া হবে। ভবিষ্যতে এ পোর্টালের মাধ্যমে সরকারি ক্রয় বিষয়ে নাগরিকদের মতামত নেওয়ার উদ্যোগও থাকবে। এর ফলে দেশের সরকারি ক্রয় ব্যবস্থা আরও বেশি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে। |
Publication Date | : | 27/12/2023 |