News

Title : সরকারি ক্রয় বিষয়ক তথ্যের অন্যতম উ্যস ক্রয় বাতায়ন
Description :

সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বাড়াতে ‘সরকারি ক্রয় বাতায়ন’ চালু গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সিটিজেন পোর্টালটি এখন সরকারি ক্রয়ের তথ্য পাওয়ার বড় একটি উৎস। দরপত্র আহ্বান থেকে শুরু করে চুক্তি সম্পাদন পর্যন্ত জেলাভিত্তিক সবশেষ তথ্যগুলো দেখা যাচ্ছে এই পোর্টালে। এতে সহজেই সরকারি ক্রয়ের নানা দিক জানার সুযোগ হয়েছে নাগরিকদের জন্য।   

১৩ ডিসেম্বর ২০২৩ সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক এক কর্মশালায় বক্তারা একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীনে নবগঠিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এই কর্মশালার আয়োজন করে। বিপিপিএর পরামর্শক প্রতিষ্ঠান ডিনেটের ব্যবস্হাপনায় রাজধানীর শের-ই-বাংলা নগরে সিপিটিইউ ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইএমইডির সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এতে সভাপতিত্ব করেন বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: শোহেলের রহমান চৌধুরী। কর্মশালায় বিপিপিএ'র পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মির্জা আশফাকুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। বিশ্বব্যাংকের সহায়তায় বিপিপিএর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডাইম্যাপ) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বিষয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া সরকারি ক্রয় বাতায়ন বিষয়ে একটি উপস্থাপনা পেশ করা হয়। পরে মুক্ত আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি ক্রয় বাতায়ন নামে চালু হওয়া সিটিজেন পোর্টালের মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত তথ্যপ্রাপ্তির সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সরকারি ক্রয় বাতায়ন থেকে সহজেই সারাদেশের পণ্য, কার্য ও সেবা ক্রয় সম্পর্কিত নানা তথ্য পাচ্ছেন নাগরিকরা। এতে আছে সরকারি ক্রয়ের কেপিআই বা গুরুত্বপূর্ণ সূচকগুলোর সাম্প্রতিক সময়ের অবস্থা দেখার সুযোগ। সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এই সিটিজেন পোর্টাল চালু গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এটি ছিল নাগরিক সম্পৃক্ততা বিষয়ক ছয়টি কর্মশালার প্রথমটি। বিপিপিএ ডিসেম্বর ২০২৩-এ  সরকারি ক্রয়ের অংশীজনদের নিয়ে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা নিয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে সরকারি ক্রয় বিষয়ে আরও উন্নত সেবা প্রদান এবং ক্রয় পরিবেশের উন্নতির লক্ষ্যে সম্প্রতি সরকার সিপিটিইউকে বিপিপিএতে রূপান্তর করেছে। গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বিল ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদে পাস হয়। এরপর গত ১৮ সেপ্টেম্বর তা মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং আইনটি সর্বসাধারণের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশিত হয়।

Publication Date : 17/12/2023