News
Title | : | সরকারি ক্রয়ে সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষায় গুরুত্বারোপ |
---|---|---|
Description | : | দেশের উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে যারা নিরলস কাজ করছেন, বিশেষ করে দরপত্রদাতাসহ সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট। একই সাথে দেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণেও সরকার সকলকে উৎসাহিত করছে। ২৮ আগস্ট ২০২৩ তারিখে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জনাব মো. মাহফুজার রহমান, পরিচালক (যুগ্মসচিব), সিপিটিইউ, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এ কর্মশালার আয়োজন করে। বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপিপি) আওতায় অনুষ্ঠিত কর্মশালাটির ব্যবস্থাপনা করেছে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)। জনাব ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি, কর্মশালায় সভাপতিত্ব করেন। জনাব মো. সাখাওয়াত হোসেন, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), সিপিটিইউ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাজিয়া আফরোজ এ কর্মশালায় বক্তব্য রাখেন। জনাব বাদল হালদার, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, বিসিসিপি, স্বাগত বক্তব্য রাখেন এবং ই-জিপি সম্পর্কে একটি উপস্থাপনা পেশ করেন। তিনি সিটিজেন পোর্টাল এবং সকল স্তরের মানুষের জন্য এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জনাব মো: আবদুস সালাম, এসিস্ট্যান্ট ডিরেক্টর, বিসিসিপি-র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার ক্রয়কারী কর্মকর্তা, দরপত্রদাতা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। চলমান বিশ্ব পরিস্থিতিতে অস্থির পণ্যবাজারের উল্লেখ করে জনাব মো. মাহফুজার রহমান বলেন বর্তমানে বাজারে আকস্মিক যে অস্থিতিশীলতা তৈরী হয়েছে তার জন্য দরদাতাদেরকে সমস্যায় ফেলতে চায়না সরকার। জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে সরকারি ক্রয়ে ব্যাপক ডিজিটাইজেশনের উদ্দেশ্যে সিপিটিইউ নানাবিধ মডিউল ই-জিপি সিস্টেমে অন্তর্ভুক্ত করেছে। তিনি এসবের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন । ই-জিপি বিষয়ক উপস্থাপনায় দেশের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক ধারণা পেতে এবং উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিতকরণে সিটিজেন পোর্টালের মাধ্যমে জনগণেকে সক্রিয় ও কার্যকরভাবে সম্পৃক্ত করতে সিটিজেন পোর্টালকেও আরো ব্যাপকভাবে সবার কাছে তুলে ধরার উপর জোর দেয়া হয়।
|
Publication Date | : | 30/08/2023 |