News

Title : পিপিএসসি’র ১৭তম সভা অনুষ্ঠিত
Description :

সরকারি ক্রয় বিষয়ক পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারস কমিটি (পিপিএসসি)-এর ১৭তম সভা গত ২৫ জুন ২০২৩ তারিখে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আএমইডি)-এর সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন  এতে সভাপতিত্ব করেন।

সরকারি ক্রয়ে সংস্কার বাস্তবায়ন বিষয়ে একটি উপস্থাপনা দেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক জনাব মো: শোহেলের রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিটিইউর পরিচালক জনাব মাসুদ আকতার খান।  

পিপিএসসি সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। দেশে সরকারি ক্রয় কার্যক্রমের উন্নয়নে বিভিন্ন নির্দেশনা ও সুপারিশ প্রদান করে থাকে পিপিএসসি। ৩৬ সদস্য বিশিষ্ট এই কমিটি সিপিটিইউ’র চলমান ডাইম্যাপ প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট পাঁচটি বৈঠক করেছে। এর আগে পিপিআরপি-২ প্রকল্পের আওতায় বৈঠক হয়েছে আরও ১২টি।

পিপিএসসির ১৭তম সভায় আইএমইডি সচিব স্বাগত ও সমাপনী বক্তব্য দেন। সরকারি বিভিন্ন অফিস, দরদাতা, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।

 

Publication Date : 26/06/2023