News
Title | : | স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে ই-জিপি |
---|---|---|
Description | : | ডিজিটাল পদ্ধতিতে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকার অর্থ সাশ্রয় ও সময় বাঁচানোর পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে কাজ করছে, যাতে অর্থের অর্থমূল্য অর্জন সম্ভব হবে। এ লক্ষ্য নিয়ে ২০১১ সালে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি পোর্টাল চালু করা হয় যার ব্যবহার দ্রুত বেড়ে চলেছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ই-জিপি বাস্তবায়ন করছে যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে। ১৩ জুন ২০২৩ তারিখে মাগুরায় অনুষ্ঠিত গভর্নমেন্ট এন্ড টেন্ডারার্স ফোরাম (জিটিএফ) এর দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর পরিচালক (যুগ্ম-সচিব) জনাব মো. আকনুর রহমান, পিএইচডি। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রকল্পের (ডিআইএমএপিপি) আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) কর্মশালার ব্যবস্থাপনা করেছে। ডা. জিনাত সুলতানা, প্রোগ্রাম ডিরেক্টর, বিসিসিপি, স্বাগত বক্তব্য রাখেন এবং কর্মশালায় জিটিএফ-এর উপর একটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানে জেলার জিটিএফ সদস্যগণ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন। বিসিসিপি‘র প্রোগ্রাম অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। ই-জিপি বাস্তবায়নে জিটিএফ-এর গুরুত্ব তুলে ধরে আকনুর রহমান বলেন, ক্রয়কার্যক্রমে কোন সমস্যা হলে ক্রয়কারি ও দরদাতাগণ পরস্পরের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করে উন্নয়ন কাজকে বেগবান করতে পারে। এক দশকে ই-জিপি’র অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০১১ সাল থেকে এ পর্যন্ত ই-জিপিতে আহ্বানকৃত দরপত্রের সংখ্যা ৬ লক্ষ ৮৯ হাজার ছাড়িয়েছে এবং প্রায় ১০৬,১৯০ এর অধিক দরদাতা ই-জিপিতে নিবন্ধিত হয়েছেন। প্রায় ১,৪৩৭ টি সরকারি ক্রয়কারী সংস্থা ই-জিপিতে নিবন্ধিত হয়েছে। মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, জিটিএফ সরকারি ক্রয়কারী ও দরদাতাদের একটি সমন্বিত প্লাটফর্ম। ক্রয়কাজে সরকারের অন্যতম অগ্রাধিকার ই-জিপি’র ব্যবহার উল্লেখ করে তিনি বলেন, ইজিপি’র ফলে অনেক বাড়তি কাজ কমে গেছে। |
Publication Date | : | 13/06/2023 |