News
Title | : | ই-জিপি সিস্টেমে দরপত্রদাতা তথ্যভান্ডারের সুযোগ গ্রহনের আহ্বান |
---|---|---|
Description | : | ২৫শে মে ২০২৩ তারিখে পাবনায় গভর্নমেন্ট-টেন্ডারার্স ফোরাম (জিটিএফ)-এর একটি কর্মশালায় ই-জিপি সিস্টেমে যুক্ত দরপত্রদাতা তথ্যভান্ডারের সুযোগ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামীমুল হক, পরিচালক (অতিরিক্ত সচিব), সিপিটিইউ, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব আব্দুল্লাহ আল মামুন। সরকারি ক্রয় বিষয়ে ক্রয়কারী ও দরদাতাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরী এবং ক্রয় চুক্তির যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিপিটিইউ এ কর্মশালার আয়োজন করে। বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপি) আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) কর্মশালার ব্যবস্হাপনা করেছে। ডা. জিনাত সুলতানা, প্রোগ্রাম ডিরেক্টর, বিসিসিপি, স্বাগত বক্তব্য রাখেন এবং কর্মশালায় জিটিএফ-এর উপর একটি উপস্থাপনা পেশ করেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ শামীমুল হক জিটিএফ-এর গুরুত্ব তুলে বলেন যে এটি ক্রয় চুক্তি বাস্তবায়নে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। দেশের উন্নয়ন বাজেটের ৮০ শতাংশ ব্যয় হয় ক্রয় কার্যক্রমে। সরকারি ক্রয়ে মোট ব্যয়ের ৬৫ শতাংশ ই-জিপির মাধ্যমে পরিচালিত হয় উল্লেখ করে তিনি বলেন, ক্রয় প্রক্রিয়ার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে জিটিএফ ভূমিকা পালন করে। এ-চালান, ই-অডিট, ইন্টারন্যাশনাল টেন্ডার, টেন্ডারার ডাটাবেস সহ কিছু উল্লেখযোগ্য মডিউল অন্তর্ভুক্ত করে সিস্টেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিপিটিইউ আন্তরিকভাবে কাজ করছে এবং সেজন্য সিস্টেমটি এখন সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। সিপিটিইউ দরপত্রদাতাদের জন্য দিনে ২৪ ঘন্টাই প্রয়োজনীয় সব ধরণের তথ্য সরবরাহ করে, উল্লেখ করে তিনি বলেন, এর হেল্প ডেস্কটি ২৪ ঘন্টা, সপ্তাহের সাত দিন এবং বছরে ৩৬৫ দিন খোলা থাকে। এছাড়াও ২৮টি সংস্থার ১০ টি ক্লাস্টারে হেল্প ডেস্ক দরপত্রদাতাদের প্রশ্নের উত্তর প্রদান করে বলে তিনি জানান। ই-জিপির উপযোগিতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, সিস্টেমটি ডিজিটাইজড হওয়ায় কোভিড-১৯ মহামারীর কারণে লকডাউন চলাকালীনও সরকারি ক্রয় কার্যক্রম নিরবচ্ছিন্ন ছিল। তিনি দরপত্রদাতা ও সরকারি সংস্থার সক্রিয় থাকার জন্য কমিটিকে আপডেট করে ফোরাম পরিচালনা করার আহ্বান জানান। দরপত্রদাতাদের ই-জিপির মূল চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন যে বাংলাদেশ ই-জিপি ব্যবস্থাকে টেকসই করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)- এর ১২.৭ লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রয় কার্যক্রমে যুক্ত সকলের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মোঃ শামীমুল হক দরপত্রদাতা ও ক্রয়কারী উভয়ের জন্য সিপিটিইউ কর্তৃক আরও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন। দরপত্রদাতা তথ্যভান্ডারের কার্যকারিতা তুলে ধরে তিনি সকল দরপত্রদাতাদের নিবন্ধন এবং সিস্টেমে তথ্য আপলোড করার আহ্বান জানান। দ্রুতই এমন সময় আসছে যখন সিস্টেমে নিবন্ধিত না হলে দরপত্রদাতাদের টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। পাবনার এএসপি জনাব জিয়াউর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব আবুল মনসুর আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জনাব রোস্তম আলী হেলালী, পাবনা চেম্বার অব কমার্স এর সভাপতি জনাব সাইফুল আলম স্বপন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব নিখিল চন্দ্র হেলালী, পাবনা প্রেসক্লাবের সভাপতি জনাব এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জনাব সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি জনাব আব্দুল মতিন খান, সাধারণ সম্পাদক জনাব শহিদুর রহমান, বাসস প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম মিষ্টি, বিসিসিপির মিডিয়া বিশেষজ্ঞ জনাব গোলাম শাহনী, জেল সুপার জনাব নাসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মকর্তা জনাব মোঃ সামিউল আলম প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন। জনাব আবদুল্লাহ আল মামুন জিটিএফ সদস্যদের প্রতি বছরে অন্তত একটি সভা করার আহ্বান জানান। কারণ এটি ক্রয়কারী ও দরপত্রদাতাদের মধ্যে পারষ্পারিক পেশাদার সম্পর্ক প্রতিষ্ঠা করার পরিবেশ তৈরি করবে। কমিটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তিরও পরামর্শ দেন তিনি। জিটিএফ প্ল্যাটফর্মটি ক্রয়কারী সংস্থা এবং দরপত্রদাতাদের মতামত বিনিময় এবং পাবলিক প্রকিউরমেন্ট সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে বলে উপস্থাপনায় বলা হয়। কর্মশালায় ক্রয়কারী , দরপত্রদাতা, ব্যাংকার, সুশীল সমাজের সদস্য এবং সাংবাদিকদের প্রতিনিধিসহ ৭৫ জনেরও বেশি অংশগ্রহণ করেন।
|
Publication Date | : | 29/05/2023 |