News

Title : এনডিবি প্রতিনিধি দল বাংলাদেশের সরকারি ক্রয় কাঠামোর প্রশংসা করেছে
Description :

বাংলাদেশ সফররত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর নয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ক্রয় কার্যক্রম বিষয়ে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সঙ্গে মতবিনিময় করেছে । গত ২১ মার্চ ২০২৩ তারিখে সিপিটিইউর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পূর্বেকার ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক এখন এনডিবি নামে পরিচিত। বহুমুখী এ ব্যাংক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তার জন্য বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী সমাধানে অর্থায়ন করে থাকে। ব্রিকস দ্বারা মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে বোঝানো হয়ে থাকে। এই দেশগুলো এনডিবির প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ ২০২১ সালে এ ব্যাংকের সদস্য হিসেবে যোগদান করে। সংযুক্ত আরব আমিরাত ও মিসরও এনডিবির নতুন সদস্য দেশ।

সিপিটিইউর মহাপরিচালক জনাব মো. শোহেলের রহমান চৌধুরী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এনডিবির পাবলিক সেক্টর ডিপার্টমেন্টের প্রজেক্ট টিম লিডার হে তিয়ান প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

ঢাকা ওয়াসার ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্পে ঋণপ্রদান এবং ডিজিটাল অবকাঠামো, পানি ও পয়ঃনিষ্কাশন, পরিবেশ সুরক্ষা, সামাজিক অবকাঠামো ও পরিবেশবান্ধব জ্বালানিসহ নানা বিষয়ে অর্থায়নের সম্ভাবনা যাচাই করতে সাংহাইভিত্তিক বহুজাতিক ব্যাংকটির প্রতিনিধি দলটি বর্তমানে ঢাকায় অবস্থান করছে।

সভায় সিপিটিইউর মহাপরিচালক সরকারি ক্রয়ে সংস্কার পদক্ষেপ, ইলেকট্রনিক সিস্টেমে রূপান্তর, পেশাদারিত্বের উন্নয়ন, সংস্কার ইতিবাচক প্রভাব এবং নতুন বিভিন্ন উদ্যোগসহ বাংলাদেশের সরকারি ক্রয় কাঠামো বিষয়ে একটি উপস্থাপনা পেশ করেন। দেশে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের সাম্প্রতিক অগ্রগতিও তুলে ধরেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে- ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক অডিট, দরপত্রদাতাদের তথ্যভান্ডার, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র, ই-চালানের মাধ্যমে ফি পরিশোধ ইত্যাদি।

এনডিবির সিনিয়র প্রকিউরমেন্ট কর্মকর্তা মিস হুয়া জু তার উপাস্থাপনায় তাদের ক্রয় নীতি ও পদ্ধতির  নানা দিক তুলে ধরেন। তিনি বাংলাদেশের সরকারি ক্রয় কাঠামোর প্রশংসা করে বলেন, এখানকার সরকারি ক্রয় ব্যবস্থা যথেষ্ট অগ্রসর।

সভায় আরও উপস্থিত ছিলেন সিপিটিইউর পরিচালক জনাব মাসুদ আকতার খান, জনাব মো. শামীমুল হক ও জনাব মাহফুজার রহমান, উপ সচিব লাবনী চাকমা, সিনিয়র সিস্টেম এনালিস্ট জনাব মো. মোশাররফ হোসেনসহ অন্য কর্মকর্তারা। ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ আখতারুজ্জামানসহ সংস্থাটির দু’জন কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন।

 

 

Publication Date : 23/05/2023