News
Title | : | নরসিংদীতে ই-জিপি সচেতনতামূলক কর্মশালা: উন্নয়ন সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষায় সরকার যত্নবান |
---|---|---|
Description | : | দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যারা কাজ করছে বিশেষ করে দরপত্রদাতাসহ সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষায় সরকার সব সময় যত্নবান। এর অংশ হিসেবে তাদের সুবিধার্থে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম চালু করা হয়েছে। বাজারের আকস্মিক অস্থিরতার কারণে সরকার তাদের (দরপত্রদাতাদের) সমস্যায় ফেলতে চায় না। কারণ তারা দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মাসুদ আকতার খান ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। ১৬ মে ২০২৩ নরসিংদীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন টেকসই করার লক্ষ্যে সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলর মধ্যে ই-জিপি সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিপিটিইউ এ কর্মশালার আয়োজন করে। বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপি) আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) কর্মশালার ব্যবস্হাপনা করেছে। কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব আবু নঈম মোহাম্মদ মারুফ খান। ড. জিনাত সুলতানা, পরিচালক (প্রোগ্রাম), বিসিসিপি, স্বাগত বক্তব্য রাখেন এবং ই-জিপি এবং পাবলিক প্রকিউরমেন্টের উপর একটি উপস্থাপনা করেন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোস্তফা মানওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব শামসুল আরেফিন, দরপত্রদাতা ও ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্য বৃদ্ধির কারণে দরপত্রদাতারা কর্মশালায় তাদের অসুবিধার কথা উত্থাপন করলে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে, সিপিটিইউ পরিচালক বলেন, কোভিড -১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপ্রত্যাশিত অস্থিরতা এই পরিস্থিতির জন্য দায়ী, কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি প্রত্যাশা করেন । কোনো দেশই এই অস্বস্তিকর পরিস্থিতির বাইরে নেই, উল্লেখ করে তিনি বলেন, "স্বস্তি দিতে সরকার সম্প্রতি নির্মাণ কাজের জন্য দরপত্রদাতাদের দ্বারা উদ্ধৃত করার জন্য উপকরণের হার বাড়িয়েছে। দাম আরও বেশি বেড়েছে যা দরপত্রদাতাদের আরও দূর্দশার মধ্যে ফেলেছে স্বীকার করে তিনি বলেন, এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি বেশি দিন থাকবে না। নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান উন্নয়ন টেকসই করার জন্য গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজগুলো চুক্তি সম্পাদনের পরপরই কাজ শুরু করতে এবং যথাসময়ে তা শেষ করার জন্য দরপত্রদাতাদের সর্বোচ্চ আন্তরিকতা দেখানোর আহ্বান জানান। উপস্থাপনায় বলা হয়, ই-জিপি পোর্টালের পাশাপাশি, সিপিটিইউর ক্রয় বাতায়ন পোর্টাল চুক্তি বাস্তবায়ন নিরীক্ষণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে কারণ এটি প্রকল্পের কাজের তথ্য নাগরিকদের জন্য উন্মুক্ত করেছে। এ জন্য সিটিজেন পোর্টালকে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। কর্মশালায় ক্রয়কারী কর্মকর্তা, দরপত্রদাতা ও সাংবাদিক সহ মোট ৭৫ জন অংশগ্রহণ করেন। |
Publication Date | : | 17/05/2023 |