News

Title : স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ই-পিএমআইএস
Description :

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ই-পিএমআইএস) স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

১৭ এপ্রিল পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি মিলনায়তনে ই-পিএমআইএস সফটওয়্যার ডেভলপমেন্ট বিষয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা একথা বলেন। আইএমইডির সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডাইম্যাপ) আওতায় এ কর্মশালার আয়োজন করে।

বিশ্বব্যাংক ডাইম্যাপ প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে। ডাইম্যাপের আওতায় ই-পিএমআইএস ব্যবস্থা চালু করেছে সিপিটিইউ। এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করতে পারবে আইএমইডি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইএমইডির অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিটিইউর মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী। সিপিটিইউর পরিচালক মো. আকনুর রহমান, পিএইচডি, ই-পিএমআইএস সফটওয়্যারের উপরে একটি উপস্থাপনা পেশ করেন।

এতে ই-পিএমআইএসের উদ্দেশ্য, সুবিধা, মডিউল, মোবাইল অ্যাপ, অন্য সিস্টেমের সঙ্গে সমন্বয়, ব্যবহারকারীদের ভূমিকা ও দায়িত্ব ইত্যাদি নানাদিক তুলে ধরা হয়। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে  ই-পিএমআইএস বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে জানান মোঃ আকনুর রহমান।

ই-পিএমআইএসের উদ্দেশ্য হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। বর্তমান সংশোধিত এডিপির অধীন ১৬২৭টি প্রকল্প রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাজের দক্ষতা বাড়াতে, অপচয় ও অনিয়ম রোধে, একাধিক ডাটা পয়েন্টের সাথে সম্পর্কযুক্ত করতে এবং প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও ভৌত অগ্রগতি ব্যবস্থাপনায় সহায়তা করবে ই-পিএমআইএস।

কর্মশালায় আইএমইডির আটটি সেক্টরের মহাপরিচালক, পরিকল্পনা কমিশন, সিপিটিইউ, পরিকল্পনা বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

আইএমইডি সচিব বলেন, আইএমইডি সারাদেশে প্রকল্প বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন করে। সব প্রকল্প মাঠ পর্যায়ে মনিটর করার জন্য বর্তমান জনবল যথেষ্ট নয়। ই-পিএমআইএস এই কাজ অনলাইনে করতে সহায়তা করবে। এটি প্রকল্পের অবস্থা সম্পর্কে সঠিক এবং তাৎক্ষনিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করবে। যে কোনো সিস্টেমের শুরুতে কিছু সমস্যা থাকে এবং অনুশীলনের মাধ্যমে তার উন্নতি হয়।

তিনি সিপিটিইউ কর্তৃক বাস্তবায়িত ই-জিপি সিস্টেমের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ই-জিপিতে সফলতা পাওয়া যাচ্ছে। বিদেশি প্রতিনিধিরা এখন ই-জিপি সিস্টেম সম্পর্কে জানতে ও শিখতে বাংলাদেশে আসছে।  ই-পিএমআইএস প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থাপনাকে সহজ করবে বলে উল্লেখ্য করেন তিনি।

অতিরিক্ত সচিব, আইএমইডি, বলেন প্রকল্পের পরিচালক এবং বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টরা  ই-পিএমআইসে তথ্য সরবরাহ করবেন। প্রকল্পের যথাযথ বাস্তবায়নের জন্য সেখান থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণও করতে পারবেন তারা। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিকভাবে ই-পিএমআইএস চালুর পরিকল্পনা রয়েছে।

সিপিটিইউর মহাপরিচালক কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন তথ্য ই-পিএমআইএস থেকে নেওয়া যেতে পারে এবং প্রকল্পের কার্যকারিতা মূল্যাইয়নের জন্য বিশ্লেষণ করা যেতে পারে। নীতিনির্ধারকদেরও তা সহজে অবহিত করা যেতে পারে। মোবাইল ফোনের মাধ্যমে ই-পিএমআইএসে  প্রকল্পের তথ্য ও ছবি দেওয়া যাবে। এটি ইতোমধ্যেই ই-জিপি সিস্টেম, ন্যাশনাল আইডি ডাটাবেইজ, আইবিএএস++, পিপিএস এবং এএমএসের সাথে সংযুক্ত করা হয়েছে।

আইএমইডির ই-পিএমআইএস চালুর বিষয়ে ২০২১ সালে দোহাটেক নিউ মিডিয়া বাংলাদেশ, ডটজিওভি সলিউশনস এলএলসি ইউএসএ ও বেক্সিমকো আইটি ডিভিশন বাংলাদেশ সিপিটিইউর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। ডাইম্যাপের আওতায় এ চুক্তিটি সই হয়।

 

Publication Date : 17/04/2023