News
Title | : | সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী |
---|---|---|
Description | : | মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। “যদিও সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ততা একটি নতুন ধারণা হলেও এর ইতিবাচক ফল রয়েছে এবং এটি অগ্রসরমান”। ৩৬- সদস্যবিশিষ্ট পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারস কমিটির (পিপিএসসি) ১৬ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আইএমইডি’র সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ) মোসাম্মৎ নাসিমা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিটিইউ’র পরিচালক মাসুদ আক্তার খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন আইএমইডি’র সচিব। সিপিটিইউর মহাপরিচালক মোহাম্মদ শোহেলের রহমান চৌধুরী ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের সম্প্রসারণ এবং সাম্প্রতিক সময়ে অর্জিত বড় মাইলফলকগুলো নিয়ে একটি উপস্থাপনা করেন। পিপিএসসি হলো সরকারি ক্রয় কার্যক্রমের সামগ্রিক উন্নয়নে সুপারিশ এবং দিকনির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের একটি প্ল্যাটফর্ম। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)’র সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা এম হাসান অনুষ্ঠানে নাগরিকদের সম্পৃক্ততা এবং এর মডেল সম্পর্কে একটি উপস্থাপনা করেন। বিআইজিডি-র গবেষণা পরিচালক ড. মুন্সি সুলাইমান নাগরিক সম্পৃক্ততার প্রভাব মূল্যায়ন নিয়ে আরেকটি উপস্থাপনা করেন। উল্লেখ্য, বিআইজিডি ডিআইএমএপিপিপি-এর অধীন সিপিটিইউ’র নিযুক্ত পরামর্শক হিসাবে বিগত চার বছরে ৪৮টি উপজেলায় নাগরিক সম্পৃক্ততা কার্যক্রম বাস্তবায়ন করেছে। প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন ই-জিপি ডিজিটাল বাংলাদেশের প্রয়াসে একটি বড় অবদান রেখেছে। সেবা প্রদানে দ্রুত ফল পেতে ও ঝামেলা এড়াতে তিনি সরকারি কার্যক্রমে ডিজিটাল পদ্ধতির ওপর জোর দেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, নাগরিক সম্পৃক্ততার তথ্য দেওয়ার জন্য সিপিটিইউ-এর নাগরিক পোর্টাল উদ্যোগের প্রশংসা করেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ফরেন এইডেড প্রজেক্টস অডিট ডিরেক্টরেট, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, অর্থনৈতিক বিভাগ এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন। তারা সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততার প্রশংসা করেন এবং বলেন এটা সরকারি ক্রয় কার্যক্রমের মান বাড়াতে সাহায্য করবে। |
Publication Date | : | 16/04/2023 |